আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি | Bengali English
| Login
School Header Image
ঘোষণা:

***** আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডেভেলপের কাজ চলছে। খুব শীঘ্রই সকল তথ্য হালনাগাদ করা হবে।

মেধা বিকাশ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট…

শিক্ষার গুণগত মান, সুযোগ-সুবিধা, পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় করণে যুগোপযোগী ওয়েব সাইটের মাধ্যমে ডিজিটাল পথচলায় মেধা বিকাশ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ডায়নামিক (www.mbtc.edu.bd) ওয়েবসাইটের যাত্রা শুরু ।
বুধবার (০১ নভেম্বর/২০২৩) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুরের মেধা বিকাশ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওয়েব সাইট উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ মো: খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, মৎস কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, এম,এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ রফিকুল ইসলাম আনছারী প্রমুখ।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ওয়েবসাইটি ভিজিটের মাধ্যমে সহজেই কলেজেরে নানা তথ্য যেমন শিক্ষকমন্ডলীদের তথ্য, ছাত্র-ছাত্রীর তথ্য, ফলাফল, উপস্থিতি, অনলাইন ভর্তি, নোটিশ, ইভেন্টস, সিলেবাস, রুটিন, একাডেমিক তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইংরেজী প্রভাষক আব্দুলাহ আল মামুন।
এসময় কলেজের অভিভাবক সদস্য, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে সুন্দর ও মনোমুগ্ধকর করে তুলে।
এ শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েব সাইট নির্মাতা স্বনামধন্য আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান আনছারী আইটি ইন্সটিটিউট, উলিপুর, কুড়িগ্রাম।


প্রতিষ্ঠান প্রধান

 প্রতিষ্ঠান প্রধান

জনাব মোঃ খায়রুজ্জামান
অধ্যক্ষ

Top